ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিনকে
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সংবর্ধনা
শহিদুল ইসলাম খোকন :
বাংলাদেশ ফটো জার্নালিষ্টি এসোসিয়েশনের নির্বাচনে বিপুল ভোটে দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ফরিদ উদ্দিন সিদ্দিকিকে ২০ জুন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে থেকে সংবর্ধনা দওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, নিউনেশন পত্রিকার সম্পাদক(সাবেক) মোস্তফা কামাল মজুমদার, দৈনিক দেশ বার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব, দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ,এনটিভির চীফ রিপোর্টার ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক সফিক শাহীন, যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, খবরের কাগজের বিজনেস এডিটর আবু কাউসার, আমারদেশের বিশেষ প্রতিনিধি নোমান সেলিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ গণ মাধ্যমে কর্মরত চাঁদপুরের বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, ফরিদ উদ্দিন সিদ্দিকীর জন্মস্থান চাঁদপুর জেলার মতলব উত্তরের এখলাছপুরে।