ফরিদপুরে একটি শিশু ধর্ষণের মামলায় আসামি আমিরুল মৃধা (৩২) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
আসামি আমিরুল মৃধা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার পুত্র। রায় ঘোষণার সময় তাকে আদালতে উপস্থিত দেখা গেছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৯ জুন দুপুরে একটি শিশু স্কুল থেকে ফিরে বাড়িতে আসে। পরে সে চানমারি পিয়ন কলোনিতে অবস্থিত তার মামার দোকানে চিপস কিনতে যায়। সেখানে উপস্থিত আমিরুল শিশুটিকে টাকার লোভ দেখিয়ে পিয়ন কলোনির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে রেখে আসামি পালিয়ে যায়। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, "আমরা রাষ্ট্রপক্ষ হিসেবে এই রায়ে সন্তুষ্ট। এই রায় ধর্ষণকারীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে।"
স্থানীয়রা জানান, শিশুটির ওপর নৃশংস এই হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আজ তার শাস্তি নিশ্চিত হয়েছে।