ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
আহা! এই তো জীবন—কালো কোর্ট ও প্যান্ট পরে হয়তো ছুটছিলেন কর্মস্থলে কিংবা ফিরছিলেন পরিবারের কাছে। কিন্তু আর ফেরা হলো না তাঁর। স্ত্রী-সন্তান কিংবা মা-বাবার স্নেহের কোলে আর ফিরবেন না তিনি।
আজ রাতে ফরিদপুর জেলা সদরের উত্তর কোমরপুর এলাকার এক জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং চোখ গামছা দিয়ে ঢাকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে নির্মমভাবে মে/রে সেখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ম/র/দে/হটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।