close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা থ্যি-হুইলারকে ধাক্কায় নিহত ৫ জন।..

Durjoy Gosh avatar   
Durjoy Gosh
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।

 

ঢাকা- বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় মহেন্দ্র ও বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। 

এতে আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ঔ ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকি ঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মোঃ মিজান মাতুব্বর (৫০) মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহিম সর্দার(৭১) ও তার ছেলে মনির সর্দার (৪১) একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারামিয়া (৫০) ও অজ্ঞত ব্যক্তি (৪৪)

পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানের সূত্রে জানা গিয়েছে, বরিশাল থেকে ছেড়ে আসা মিজান পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মহেন্দ্রটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌছাইলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রর পাঁচজন যাত্রী নিহত হন। অন্তত আরো পাঁচজন গুরুতর আহত খবর পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। 

বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে সড়কের উপরে উল্টে পড়ে যায়। এতে গর্ভস্থলে ই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও এক ব্যক্তি মৃত্যু হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান সাংবাদিকদের বলেন। নিয়মিতদের সবার পরিচয় পাওয়া গিয়েছে। নিহতারা সবাই গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার টেকেরহাটে হাট বসে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঘাতক বাস টিকে আটকের জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

Không có bình luận nào được tìm thấy