ফরিদগঞ্জে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী আটক।
চাঁদপুর ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৪৫) আটক করা হয়েছে। আটক মোাম্মদ আলী তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থাণীয়দের গোপন তথ্যের ভিক্তিতে ২এপ্রিল রাত ১ ঘটিকায় ফরিদগঞ্জে অস্থায়ীভাবে স্থাপিত আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা উদ্বার করা হয়।
পরবর্তি আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্বারকৃত মাদক এবং গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
৪সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে সকল অস্ত্রধারী সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্বার কার্যক্রম চলমান রয়েছে।