ফরিদগঞ্জে জোর পূর্বক সম্পত্তি দখলের অভিযোগ।
ফরিদগঞ্জে অন্যের সম্পত্তি জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। ভূমি দখলকারীরা বসত ভিটা ও ফসলি জমি দখল করার জন্য হামলা করলে ৮ জানুয়ারী ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। থানায় লিখিত অভিযোগের পর কোন দৃশ্যমান ব্যবস্থা নানেওয়ার কারনে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম গংরা ৯ মে শুক্রবার বসতভিটার অংশ দখলে নিতে গেলে দুপক্ষর মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রুপসা(দক্ষিন) ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের মহব্ব আলী বেপারী বাড়িতে জোর পূর্বক অন্যের সম্পত্তি দখলে নেওয়ার গানাটি ঘঠেছে। থানায় অভিযোগকারী তাহানারা বেগম বলেন,
এই সম্পত্তিগুলো আমাদের ক্রয়কৃত সম্পত্তি, আমাদের বাবা মারা যাওয়ার পরে তারা জোর করে দখল নিতে বার বার চেষ্টা করে। আমার ভাইরা জীবিকার প্রয়োজনে বিদেশে থাকায় তারা আরো বেশী সুযোগ পেয়েযায়। তাদের অনেক লাঠিয়াল থাকার কারনে আমরা তাদের সাথে কুলিয়ে উঠতে পারিনি। এখন দেশে আইনের শাসন ফিরে আসছে, আমরা আমাদে জমি জোর করে দখলে রাখার বিচার চাই। তাদের হামলায় আমাদের কয়েকজন গুরুতর আহত হয়, আমরা পুলিশকে জানানোর পরও তারা প্রকার্শ্যে আমাদের হুমকি দিচ্ছে।
অপর দিকে অভিযোগের বিবাদী ধনু মিয়া বলেন, আমাদের তিন ভাইয়ের বন্টর অনুযায়ী আমরা দখলে আছি, থানায় অভিযোগের বিষয়ে চাইলে তিনি বলেন, আমাদের এখানে কোন পুলিশ আসেনি। আমাদের বাঁধাও দেয়নি। দনু মিয়া আরেক ভাই সিরাজুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান আমাদের সীমানা দেখিয়ে দিয়েছেন আমরা সে অনুযায়ী বেড়াদিচ্ছি।
ফরিদগঞ্জ থানার এ এস আই জুমায়েত হোসেন জুয়েল বলেন, অভিযোগের আলোকে আমি সরজমিনে গিয়েছি। যেহেতু বিষয়টি জমি-জমা সংক্রান্ত, তাদের উভয় পক্ষকে প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে আসতে বলেছি। তারা সমঝোতায় না আসলে ১০৭ধারায় মামলা কোর্ডে প্রেরন করা তবে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
এই সম্পত্..
没有找到评论