ফরিদগঞ্জে   আলোর কাফেলা ফাউন্ডেশনের  ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প 
 
ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে   খেজুর তলা ঈদগাহ মুলাম বাড়ি সংলগ্ন ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে  দিনব্যাপী এলাকার অসহায় মানুষের মাঝে 
বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
 সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদগঞ্জের সন্তান  ডা. আমিনুল ইসলাম সুমন,  
ডা. আহমেদ শরীফ ও
 ডা.আল মামুন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আলোর কাফেলা ফাউন্ডেশনের সভাপতি আহমেদ আরমান,
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, সহ -সভাপতি গোলাম রাব্বি, অর্থ সম্পাদক আব্দুল্লাহ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, সহ - সাধারণ সম্পাদক মহিম উদ্দিন, 
ইসরাফিল হাসিব, যুন্ম সাধারারণ সম্পাদক তানজিল নিরব সহ- সাধারণ সম্পাদক ইস্রাফিল হাসিব যুন্ম সাধারণ সম্পাদক আহম্মেদ মাহফুজ সহ সংগঠনের অন্যান্যরা ও এলাকার গণ্যমান্যগন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			