ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আটক।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অদ্য ১৭ এপ্রিল ২০২৫ তারিখ ০১০০ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলা থেকে ০৩জন মাদক ব্যবসায়ী মোঃ সোহেল গাজী(৩০), মোঃ খালেক গাজী(৫০) এবং মোশাররফ হোসেন পিঠু(৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।