ফলো়আপ> বিরলে চালককে হত্যা করে ছিনতাই করা ভ্যান উদ্ধার, জড়িত ২জনকে গ্রেপ্তার..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
হত্যার শিকার আসাদুল হক পেশায় বাই সাইকেল মেকার। বাড়তি আয়ের জন্য পাশাপাশি সে ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালাতো।..
স্টাফ রিপোর্টার, দিনাজপুর   > দিনাজপুরের বিরলে চালককে হত্যা করে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ জনকে এক সপ্তাহের মধ্যে চিহ্নিত করে আজ সোমবার ভোরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। সেই সাথে লুন্ঠিত ভ্যান রিক্সাসহ হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছেন তারা। 
 
গত ১৫ জুলাই রাতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন ব্যাটারি চালিত ভ্যান চালক আসাদুল হক (৩৫) সে বিরলের ৭ নং বিজড়া ইউনিয়নের যুগীবাড়ী গ্রামের জহুরুল হকের ছেলে।
 
এঘটনায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামি করে বিরল থানায় মামলা দায়ের করেন তার পিতা জহুরুল হক।
 
জানা গেছে হত্যার শিকার আসাদুল হক পেশায় বাই সাইকেল মেকার।  বাড়তি আয়ের জন্য পাশাপাশি সে ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালাতো। ভাড়া খাটার আশায় গত ১৫ জুলাই বিকাল ৪টা বাড়ী ছেড়ে বের  হয়ে সারারাত নিখোজ ছিল সে। পরদিন ৩নং ধামইর ইউনিয়নের মাটিয়ানদিঘী গ্রামে সিতলা মন্দিরের পশ্চিম পার্শ্বে বাজনাহার কাশিডাঙ্গাগামী পাকা রাস্তার উপর তার মৃতদেহ দেখতে পায় স্হানীরা। 
 
বিরল থানার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এব্যাপারে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পিতার দাযের করা হত্যা মামলায় পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেনের নির্দেশনা মত তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সোর্স নিয়োগ করে জড়িত ২জনকে সনাক্ত করে প্রথমে নাজমুল হক মুন্নাকে গ্রেপ্তার করেন তারা। তার স্বীকারোক্তিতে রুবেল ইসলাম ওরফে সাহেব আলীকে আটকের পর একে একে উদ্ধার করা হয় লুন্ঠন কো চার্জার ভ্যান রিক্সা এবং আসাদের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনসহ হত্যাকান্ডে ব্যবহৃত দা। রুবেল ইসলাম ওরফে সাহেব আলীর মাধ্যমে চার্জার ভ্যানটি জনৈক কিনু দেব শর্মার কাছে ৩৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছিল তারা।
 
গ্রেপ্তার নাজমুল হক মুন্না (৩২) বিরলের দামাইল গ্রামের মজিবর রহমানের ছেলে। রুবেল ইসলাম ওরফে সাহেব আলী (৩৬) বোচাগঞ্জের জালালী আটগাঁও গ্রামের সলেমান আলীর ছেলে। হত্যাকান্ডের শিকার আসাদুল হক তাদের পুর্ব পরিচিত। 
 
###
Nessun commento trovato