close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফকিরহাট বিএনপি মহিলা দলের বর্ধিতসভা অনুষ্ঠিত

সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান avatar   
সাংবাদিক আসাদুজ্জামান শেখ সোবহান
****
বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন শাখার ষাট তলা ও ধনপোতা  তালুকে বর্ধিত সভার সভাপতিত্বে ছিলেন,  মোঃ এনায়েত, ও চানমিয়া  সভায় প্রধান  অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা. শরিফুল কামাল  কারিম, সাংগঠনিক সম্পাদকদ্বয় খান লিয়াকত আলি, নোমান, বেতাগা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা আরিফ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মল্লিক মোদ্দাসের, সিনিয়র নেতা মোড়ল হুমায়ুন কবির, সিনিয়র নেতা আকরাম হোসেন রাজা, যুবলের নেতা মোজাফ্ফর মোল্লা, মাসুদ রানা,সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aucun commentaire trouvé


News Card Generator