close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‘ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তামিল সুপারস্টার থালাপতি বিজয় প্রকাশ্যে বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়ে তিনি লড়বেন বলে ঘোষণা দেন।..

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ও রাজনৈতিক অঙ্গনে উদীয়মান নেতা থালাপতি বিজয় এবার প্রকাশ্যে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিলেন। বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে আয়োজিত তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি এক বিস্ফোরক বক্তব্যে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দেন এবং এই দলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন।

সম্মেলনে হাজার হাজার সমর্থকের সামনে দাঁড়িয়ে বিজয় স্পষ্ট ভাষায় বলেন, তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপি তাদের একমাত্র আদর্শগত শত্রু। শুধু তাই নয়, ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে)-কে তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়ে ঘোষণা করেন যে, তার দল একা লড়বে এবং কোনো জোটে যুক্ত হবে না। বিজয়ের এমন ঘোষণা রাজ্যজুড়ে নতুন এক রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেতা-রাজনীতিক বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি, আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। আমরা কোনোদিন ভয় পাইনি, আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসাও চালাই না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। তাই আজ থেকেই ফ্যাসিবাদী বিজেপি আর বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো।”

তার বক্তব্যে ছিল রূপক ও আবেগঘন বার্তা। বিজয় নিজেকে সিংহের সঙ্গে তুলনা করে বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার প্রতিধ্বনি আট কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায়। জঙ্গলে অনেক শিয়াল থাকলেও সিংহ একটিই হয়। আর সেই সিংহই জানে কিভাবে রাজত্ব করতে হয়। এবার সিংহ শিকারে নেমেছে।”

তিনি আরও মোদিকে কড়া আক্রমণ করে বলেন, “আপনারা হয়তো ভেবেছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যেমন পদ্মপাতায় জল টেকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে থালাপতি বিজয় সরাসরি রাজ্যের দুই বড় শক্তি — ডিএমকে ও এআইএডিএমকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বিশেষজ্ঞদের মতে, তিনি তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে চাইছেন, যেখানে ভোটারদের বিকল্প শক্তি হিসেবে তার দল টিভিকে সামনে আসবে।

দক্ষিণ ভারতের চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে প্রবেশ নতুন কিছু নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, করুণানিধি থেকে কমল হাসান — সবাই নিজস্ব স্টাইল ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এখন বিজয়ের আবির্ভাবকে অনেকেই ভবিষ্যৎ তামিল রাজনীতির সম্ভাব্য পালাবদল হিসেবে দেখছেন।

গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসা থালাপতি বিজয় টিভিকে গঠন করেন এবং স্বল্প সময়ে তার জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এবার প্রথমবারের মতো ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি অংশ নিচ্ছেন। বিজয়ের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি কোনো আপস নয়, বরং একক শক্তি হিসেবে রাজ্যে নিজের দলকে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

রাজনৈতিক মহলের ধারণা, বিজয়ের ঝড়ো জনপ্রিয়তা যদি রাজনীতির ময়দানে পুরোপুরি ভোটে রূপান্তরিত হয়, তবে ডিএমকে ও বিজেপি দু’দলকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

No comments found