close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
চট্টগ্রাম নগরীর ফয়’স লেক আব্দুল হামিদ সড়কে অবস্থিত ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭ খ্রি.) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।..

নির্বাচনে মোট ১১টি পদে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে মোঃ নুরুচ্ছফা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ বিপুল ভোটে বিজয়ী হন। অপরদিকে মোঃ জাহাঙ্গীর ও মোঃ ইয়াছিন পরিষদ পরাজিত হয়েছে। নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের রায় প্রদান করেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফয়েজ উল্লাহ। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফৌজুল আজিম ও আব্দুর রাজ্জাক ভূঁইয়া।জয়ী প্রার্থীদের হলেন সভাপতি পদে মোঃ নুরুচ্ছফা, সহ-সভাপতি – মোহাম্মদ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকবর হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন শাহিন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাফর আহমদ, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মারুফ, কার্যকরী সদস্য শফিকুর রহমান, কার্যকরী সদস্য পদে মজিবুর রহমান, কার্যকরী সদস্য পদে কামরুল হাসান।

ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনারগণ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা আগামী তিন বছর (২০২৫-২০২৭ খ্রি.) ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।

Keine Kommentare gefunden