ফেনী জেলা পুলিশের উদ্যোগে তিনদিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এই প্রশিক্ষণ কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা ও নিরপেক্ষ দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,
> “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল পুলিশ সদস্যের বিকল্প নেই। এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের পুলিশদের পেশাগত দক্ষতা ও মানসিক প্রস্তুতি আরও দৃঢ় করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নিশাত তাবাসসুমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।