close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফেনীতে শাহাদাতে কারবালা দিবসে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের শোক র‌্যালি..

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে শাহাদাতে কারবালা দিবসে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের শোক র‌্যালি

ফেনী প্রতিনিধি:

‎মুসলিম মিল্লাতের ঈমানী জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার আয়োজনে ফেনী শহরের ট্রাংক রোড জিরো পয়েন্টে এক শোক সমাবেশ ও ঈমানী শপথের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১০ মহররম) অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফেনী জেলার নেতা আল্লামা গোলাম সরওয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা এমদাদুল হক সাইফ, জেলা উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, তাহেরুল ইসলাম ও মাওলানা ফখরুল উদ্দিন।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোশারফ হোসেন মাসুদ, মেজবাউর রহমান কাঞ্চনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বিভিন্ন স্থান থেকে আগত শত শত ধর্মপ্রাণ জনতা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

‎নেতৃবৃন্দ বলেন, মহররম মাস হলো শোক ও ঈমানী চেতনার মাস—আনন্দ উদযাপনের নয়। কারবালার শাহাদাত ছিল সত্য ও মানবতার মুক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত। ইমাম হুসাইন (রাঃ) ও আহলে বায়েতের শাহাদাত ইসলামের মূলধারা রক্ষার আত্মত্যাগের ইতিহাস। এটি ছিল স্বৈরাচারী, বস্তুবাদি, মুনাফিক ও গোত্রবাদি অপশক্তির বিরুদ্ধে এক মহান ঈমানী বিদ্রোহ।

‎তারা আরও বলেন, শাহাদাতে কারবালা শুধু ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি ঈমানী অস্তিত্ব, মানবাধিকার ও ইনসানিয়াতের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চিরন্তন মিশন। এ শাহাদাতকে উপেক্ষা করে আনুষ্ঠানিকতা বা বিকৃতভাবে পালন করা যেমন অর্থহীন, তেমনি শিয়াবাদ ও খারেজি বিকৃত চেতনার প্রতারণা থেকেও মুসলিম উম্মাহকে দূরে থাকতে হবে।

‎নেতারা বলেন, “এ শাহাদাত কেবল অতীতের নয়, বরং বর্তমানেও বাতিল-জালিম অপশক্তির বিরুদ্ধে ঈমানী অবস্থান নেওয়ার সাহস ও দিশা দেয়। তাই এই স্মরণ, এই শপথ হোক মুসলিম মিল্লাতের নতুন জাগরণ।”

‎সমাবেশে বক্তারা সকল মুসলিমকে শাহাদাতে কারবালার মূল চেতনা ধারণ করে ঈমান, ইনসানিয়াত ও আদর্শিক রাষ্ট্রব্যবস্থার পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

Keine Kommentare gefunden