ফেনীতে একাধিক সাংবাদিককে টার্গেট করে হামলার পরিকল্পনা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ। গাজীপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার স্টাইল অনুসরণ করে এ পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনীর সময়-এর প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোলাইমান হাজারি ডালিম এবং এনটিভির অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজনকে হামলার টার্গেটে রাখা হয়।
গত ৮ আগস্ট রাতে ‘একতাই শক্তি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ হামলার পরিকল্পনা হয়। অভিযোগ রয়েছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের মাধ্যমে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে এই পাঁচ সাংবাদিককে নিশানা বানানো হয়।
গাজীপুরের হামলার কৌশল অনুসারে পরিকল্পনাকারীরা মনে করে, এ মুহূর্তে সাংবাদিকদের উপর হামলা হলে দায় বিএনপির উপর চাপানো যাবে। শুধু হামলাই নয়, টার্গেটকৃত সাংবাদিকদের বাড়িতে আগুন দেওয়ার মতো ভয়াবহ পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদসহ একাধিক নেতা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন হিসেবে যুক্ত আছেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।