close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর জামশেদ পঙ্গুত্বের পথে, মামলা দায়ের..

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর জামশেদ পঙ্গুত্বের পথে, মামলা দায়ের

ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র।
‎ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে।

‎আহত ছাত্রের নাম জামশেদ আলম শিহাব , সে লেমুয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় গ্রামের সৌদি প্রবাসী সরোয়ারের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাইয়ের চিকিৎসার জন্য নানার বাড়ি থেকে টাকা আনতে গেলে জামশেদের ওপর হামলা চালায় গোবিন্দপুর এলাকার জাবেদ, সাইমুন, মোহাম্মদ অভি, জিসান, আরজু ও নাঈম নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
‎তারা প্রথমে রড দিয়ে পেটায়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে জামশেদের ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়।

‎স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী অবস্থায় কাতরাচ্ছে।

‎এই ঘটনায় আহত জামশেদের মা খালেদা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
‎ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator