আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান হাফেজ তৈয়ব রহ.-এর ইন্তেকাল এবং উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফেনীতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব, ফেনী কোর্ট মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা, ফেনী শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ এবং সঞ্চালনায় ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক এমদাদ উল্যাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি মাওলানা রেজাউল হক,
এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, উপদেষ্টা আফলাতুন বাকী,ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, সহ সভাপতি হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ, সিনিয়র সহ সভাপতি হাফেজ করিম উল্লাহ, সহ সভাপতি মাওলানা আবু আইয়ুব হেলাল, অর্থ সম্পাদক হাফেজ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ জহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা ও ফেনী আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মোশাররফ হোসেন।
আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Walang nakitang komento