ফেনীতে আলোচিত 'জুলাই গণঅভ্যুত্থান' আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মুহাইমিন তাজিম আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক খোলা বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তিনি লিখেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মুহূর্ত—যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে এক কণ্ঠে কথা বলেছিলাম। সেই আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনাদের সঙ্গে পথ চলতে পেরে আমি গর্বিত।”
গত বছরের এই দিনে (০৬ জুলাই, ২০২৪) 'জুলাই অভ্যুত্থান' আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই আন্দোলনের নেতৃত্বে থাকা মুহাইমিন জানান, পরবর্তীতে বিভিন্ন প্রতিকূলতা, অভিজ্ঞতা এবং আত্মসমালোচনার ভিত্তিতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “আমি অনেকবার ব্যবহৃত হয়েছি, বুঝেছি—এই ময়দানে কেউ ধোয়া তুলসি পাতা নয়। অনেকেই ফিরে এসেছে আদর্শে, তাদের জন্য শুভকামনা। আমি নিজেও ভুল করেছি—কখনো সিদ্ধান্তে, কখনো নীরবতায়। সেই ভুলগুলোর জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”
তাজিম আরও বলেন, “আমার বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং এটি নতুন যাত্রার সূচনা। আমি থাকবো আপনাদের মধ্যেই—শুধু পদে নয়, বিশ্বাসে। আবার দেখা হবে সময়ের দাবি নিয়ে, জনগণের পক্ষে।”
তিনি জানান, ভবিষ্যতে তিনি নিজের রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা ও ভুলগুলো নিয়ে ধারাবাহিকভাবে লিখবেন এবং তরুণ নেতৃত্বের জন্য একটি স্বচ্ছ দিকনির্দেশনা তুলে ধরবেন।
বক্তব্যের শেষাংশে তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সহযোদ্ধাদের প্রতি সালাম ও শুভকামনা জানান।