ফেইসবুকে আর্নিং এখন ঘরে ঘরে। সবাই এখন কনটেন্ট ক্রিয়েটর। খারাপ না ভালো। দেশের অর্থায়ন হচ্ছে অনেকে জীবন মানের পরিবর্তন হচ্ছে। সমস্যা হচ্ছে অতি লোভে অনেকে অশ্লীলতার পথে হাটছে, ফানি ভিডিও করতে গিয়ে নিজেদের ব্যক্তিত্ব খেয়ে দিচ্ছে, আবার কেউ কেউ প্রাঙ ভিডিও বানানোর নামে মানুষকে হয়রানি করে।
এদিক গুলো বাদ দিলে ফেইসবুক বেকার জীবনে অনেকের আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। আবার কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েও পেশা হিসেবে নিচ্ছে ফেইসবুকের আর্নিংকে।
আমরা কিছু মানুষ ফেইসবুকে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দেই, লেখালিখি করি পাশাপাশি যদি ফেইসবুক থেকে কিছু ফিডব্যাক আসে সেটা খারাপ না।
দেখতাম স্টার নিয়ে ফেইসবুকে মাথামাথি, স্টার দিয়ে আবার কিসের আর্নিং?
আমাকে কয়েকজন দিয়েছেন। গত ৩ মাসে ২৯ টা স্টার অর্থাৎ ১ স্টারে-০.১$
১০০ স্টারে ১ ডলার।
যাক ফেইসবুকে যারা কাজ করছেন অনেক পরিশ্রম করতেছেন তারা সকলেই সফল হোন।
একটা কথা পৃথিবীতে যে যেইটার সাথে লেগে রয়েছে, পরিশ্রম করেছে সেটা সে অর্জন করেছে-করেই, করবেই আজ হোক আর কাল।
শুধু সময়ের অপেক্ষা।



















