এশিয়া সফরে কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প: 'আমার সম্পর্ক দুর্দান্ত'..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
US President Donald Trump has expressed interest in meeting North Korean leader Kim Jong Un during his Asia trip, claiming he has a "great relationship" with Kim.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন, দাবি করেছেন কিমের সঙ্গে তার 'দুর্দান্ত সম্পর্ক' রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কিম জং উনের সঙ্গে তার 'দুর্দান্ত সম্পর্ক' রয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় যাত্রাবিরতির সময় তিনি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত। ট্রাম্প বলেন, "যদি তিনি (কিম) দেখা করতে চান, আমি দক্ষিণ কোরিয়ায় থাকব। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।"

এর আগে ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রেখেছিলেন। সে সময় তিনি কিমের সঙ্গে স্থানীয় ডিমিলিটারাইজড জোনে (উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তীয় সামরিক নিষিদ্ধ এলাকা) সাক্ষাৎ করেন। অর্থনৈতিক ও নিরাপত্তা প্রণোদনার বিনিময়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার জন্য দুই নেতা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনবার বৈঠক করলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।

সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্থগিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার প্রসঙ্গে বিস্তারিত জানাননি। তিনি মূলত উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করার ব্যক্তিগত ইচ্ছার ওপরই জোর দেন।

সাম্প্রতিক সময়ে কিম জং উনও ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিম বলেছেন, "আমার এখনও মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ভালো স্মৃতি আছে।" তবে একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের 'অযৌক্তিক' দাবি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক যদিও উষ্ণ, তবে পারমাণবিক নিরস্ত্রীকরণের মৌলিক বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় এই সাক্ষাতের সম্ভাবনা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator