close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এশিয়া কাপ ক্রিকেটে যুক্ত হচ্ছে আরো দুটি দল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টুর্নামেন্টটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে..

 সম্ভাব্য ভেন্যু হিসেবে থাকছে দুবাই ও আবুধাবি, যেখানে টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষেই আসতে পারে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।

এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোনো প্রতিনিধি স্বশরীরে উপস্থিত হচ্ছেন না। তারা সভায় অংশ নিচ্ছেন অনলাইনে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়নের কারণে কিছুদিন আগেই স্থগিত হয় দুই দেশের মধ্যে নির্ধারিত সাদা বলের সিরিজ। সেই টানাপোড়নের প্রভাব পড়েছে এসিসি সভাতেও।

বিসিসিআই শুরু থেকেই ঢাকায় সভা আয়োজনে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের শর্তে অংশ নেওয়ার ইচ্ছা জানায়। তবে এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকাতেই সভা আয়োজনের বিষয়ে অনড় অবস্থান নেন। বিসিসিআইকে অনুরোধ করেও ঢাকায় আনতে পারেননি তিনি। শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে সম্মত হয়েছে তারা।

এদিকে শুধু ভারত নয়, বাংলাদেশে এসে সভায় অংশ নিতে অপারগতা জানিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানও। তবে সভা আয়োজনে যেন কোনো সমস্যা না হয়, সেটি নিশ্চিত করতে বিষয়টি সুন্দরভাবে সমাধান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

לא נמצאו הערות