নিহত শিরিনা বেগম (৩৮), নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে আসায় সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন শিরিনা। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহালের পর বিস্তারিত বলা হবে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।