ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ কর্তৃক আয়োজিত দৈনিক কবিতা প্রতিযোগিতায় ২ জুন ২০২৫ তারিখে এস এম রমজান আলী বিজয়ী নির্বাচিত হন। প্রতিযোগিতায় অসামান্য সাহিত্যিক মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে তিনি বিচারক মণ্ডলীর মন জয় করেন। এই উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ ও সাহিত্যিক স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশের সম্মানিত সভাপতি, সম্পাদক, এডমিন স্টাফবৃন্দ ও বিচারক মণ্ডলী। সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এই আয়োজন অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
বিজয়ী এস এম রমজান আলী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার জন্য এক অনন্য প্রাপ্তি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশের সভাপতি, সম্পাদক, প্রশাসনিক টিম এবং বিচারক মণ্ডলীর প্রতি, যাঁরা আমার কবিতাকে এভাবে মূল্যায়ন করেছেন। এই প্রাপ্তি আমার আগামী সাহিত্যকর্মে অনুপ্রেরণা যোগাবে।”
এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ও নবীন কবিদের সাহিত্য জগতে এগিয়ে আসার সুযোগ করে দেয় আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ, যা দেশীয় সাহিত্য সংস্কৃতির বিকাশে এক অসাধারণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।