এনসিপি নেতার বাড়িতে ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট দিয়ে হুমকি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
In Rajshahi, miscreants left a shroud and a threatening note reading "Prepare, Razakar" at an NCP leader’s house, attempting to set it on fire with petrol.

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়িতে কাফনের কাপড় ও ‘প্রস্তুত হ রাজাকার’ লেখা চিরকুট ফেলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুর বাড়িতে ভয়াবহ হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছু সময় পর জানালার পাশ থেকে অচেনা একটি কণ্ঠে ডাকা হয়—“বাইরে বের হয়ে দেখ।” তিনি সরাসরি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন এবং কাছাকাছি বাজারের নৈশপ্রহরীকেও খবর দেন। পরে বাইরে এসে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে তীব্র পেট্রলের গন্ধ ছড়াচ্ছে।

পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তারা একটি পলিথিন ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে পাওয়া যায় সাদা কাপড়—যা দেখতে কাফনের কাপড়ের মতো—এবং একটি চিরকুট। ওই চিরকুটে লেখা ছিল: “প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” এই হুমকির ভাষা ও স্লোগান দেখে ভুক্তভোগীর ধারণা, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

খালিদ হাসান মিলু বলেন, “এমন হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টা আমাকে এবং আমার পরিবারকে চরম আতঙ্কের মধ্যে ফেলেছে। চারপাশ ভেজা থাকায় এবং সময়মতো আগুন নেভানোয় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এটি প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। যদি প্রশাসন শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না।”

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, “রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

এই ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সহিংসতা ও হুমকির এই ধারাবাহিকতা মানুষকে আতঙ্কিত করছে বলে স্থানীয়দের মন্তব্য। অনেকেই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন যাতে রাজনৈতিক মতবিরোধ কখনোই সহিংসতায় রূপ না নেয়।

No comments found