close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‘এমিলি ইন প্যারিস’ সেটে সহকারী পরিচালকের আকস্মিক মৃত্যু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ এমিলি ইন প্যারিস–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা শুটিং সেটেই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।..

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইতালির ভেনিসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সিরিজটির পঞ্চম সিজনের শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে। এ সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন দিয়েগো বোরেলা। দ্রুত চিকিৎসক ডাকা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে,  আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার পর প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি  আন্তরিক সমবেদনা জানাই।”

বোরেলার মৃত্যুতে পুরো শুটিং ইউনিটে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন।

No comments found