মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) প্রকাশিত তালিকা অনুযায়ী, মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ মার্কিন ডলার (প্রায় ২৪৮ কোটি ৩৯ লাখ টাকা)। শুধু মূল বেতন হিসেবে তিনি পান ১ কোটি ২০ লাখ ডলার (প্রায় ১৪৫ কোটি ৭৮ লাখ টাকা)। বাকি অংশ মার্কেটিং বোনাস, এজেন্ট ফি এবং অন্যান্য চুক্তিভিত্তিক সুবিধা থেকে আসছে, যদিও পারফরম্যান্স বোনাসের মতো খাত এতে যুক্ত হয়নি।
২০২৩ সালের মে মাসের তুলনায় এবার মেসির আয় বেড়েছে ৯.২ শতাংশ। ২০২৫ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি বলবৎ থাকবে।
এদিকে এমএলএসে বেতন খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে মেসির দল ইন্টার মায়ামি— ২০২৪ সালে যার পরিমাণ ৪ কোটি ৬৮ লাখ ডলার। গত মৌসুমে এই দলটি খেলোয়াড়দের বেতন বাবদ ব্যয় করেছিল ৪ কোটি ১৭ লাখ ডলার। মায়ামির পর সবচেয়ে বেশি ব্যয় করে টরন্টো এফসি (৩ কোটি ৪১ লাখ ডলার) এবং আটলান্টা ইউনাইটেড (২ কোটি ৭৬ লাখ ডলার)। অন্যদিকে সবচেয়ে কম বেতন দেয় কানাডার ক্লাব মন্ট্রিয়ল— মাত্র ১ কোটি ২০ লাখ ডলারের নিচে।
মেসির পর এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন টরন্টোর ইতালিয়ান উইঙ্গার লরেনৎসো ইনসিনিয়ে— তাঁর আয় ১ কোটি ৫৪ লাখ ডলার। আর তৃতীয় স্থানে আছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ সের্হিও বুসকেতস, যার বাৎসরিক আয় ৮৭ লাখ ৭৪ হাজার ৯৯৬ ডলার।
চলতি মৌসুমে এমএলএসে ৯০২ জন খেলোয়াড়কে বেতন দেওয়া হচ্ছে, যার মোট পরিমাণ ৫৮ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।
এর আগে স্পোর্টস বিষয়ক বিশ্লেষণী প্রতিষ্ঠান স্পোরটিকো জানিয়েছিল, ইন্টার মায়ামির সঙ্গে মেসির আড়াই বছরের চুক্তির মাধ্যমে তিনি মোট ১৫ কোটি ডলার আয় করবেন।



















