close

লাইক দিন পয়েন্ট জিতুন!

একসঙ্গে খেলা, একসঙ্গে মৃত্যু—শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হৃদয়বিদারক দৃশ্য..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে পড়ে ডুবে গেছে দুই শিশু—একসঙ্গে খেলার আনন্দ মুহূর্তেই রূপ নেয় চরম শোকে।..

রিপোর্ট মেহেদী হাসান: রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন—মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার তিন বছরের ছেলে আলিফ মিয়া এবং একই এলাকার সোহেল মিয়ার তিন বছরের মেয়ে মায়ামনি।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এরশাদ মিয়া জানান, সকালে বৃষ্টির মধ্যে খেলার জন্য বাড়ির বাইরে যায় দুই শিশু। পাশাপাশি বাড়ির হওয়ায় তারা ছিল খেলার সাথী। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে খোঁজ শুরু করে এবং একপর্যায়ে ডোবার পানিতে নিথর অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, "ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার, শোকাহত এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে রাস্তার পাশের ডোবা ও খোলা পানির জায়গাগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তারা এসব জায়গা ঘিরে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ না ঝরে।

لم يتم العثور على تعليقات