close

লাইক দিন পয়েন্ট জিতুন!

একজোট নয় ইসলামী দলগুলোর সাথে আলাপ-আলোচনা করছে জামায়াত

Abu Raihan avatar   
Abu Raihan
****

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, নির্বাচনী জোট নয়, ইসলামী দলগুলোর সাথে জামায়াত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, সম্পর্কের ঘনিষ্টতা বৃদ্ধি পাওয়ার জন্য। নির্বাচনের তফসীল ঘোষনা হলে এসব দল নিয়ে আমরা কি করবো সেটা বোঝা যাবে।

শনিবার (২১ জুন) দুপুরে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সাথে কিছু কিছু বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। তবে কিছু মতভেদ থাকতে পারে। আমাদের লক্ষ্য ইসলাম কায়েম। অন্য দলের লক্ষ্য অন্য কিছু থাকতে পারে। তবে সব মিলিয়ে সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গঠনে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।

没有找到评论


News Card Generator