close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

একজন বেওয়ারিশ মহিলার লাশ দাফন করলো ঝিনাইদহ আঞ্জুমান মফিদুল ইসলাম। ..

মোঃশাহানজিদ উদ্দিন সোহান avatar   
মোঃশাহানজিদ উদ্দিন সোহান
****

 

সোমবার  ০২/০৬/২০২৫ ইং তারিখ  ঝিনাইদহ সদর থানা হতে প্রাপ্ত বেওয়ারিশ মহিলার (পাগলী)লাশ ইসলামি শরীয়া মোতাবেক জানাজা শেষে  ঝিনাইদহ সদর কবরস্থানে দাফন করা হয়।
দাফন কাজের সার্বিক তদারকি করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখার সন্মানিত সম্পাদক জনাব মোঃ আহসান হাবীব রনক।
সাথে ছিলেন কার্যনির্বাহী পরিষদের সন্মানিত সদস্য জনাব, নাজিম উদ্দীন জুলিয়াস, ও মনিরুল ইসলাম,  জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন  সংস্থার পেশ ইমাম মাওলানা আল-মাহাদী লিপিআর সাহেব,
 সাধারন সম্পাদক আহসান হাবিব রনক   জানাজায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান,
 মহান আল্লাহর কাছে প্রর্থনা করেন, আজকের বেওয়ারিশ মহিলার (পাগলী) লাশ দাফন করতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে থাকলে  ক্ষমা করে দিবেন, আর আমাদের সকলকে আল্লহার  পথে চলার তৌফিক দান করুন, আমিন।

没有找到评论