close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

একদিনে ১২ প্রকল্প উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Advisor Asif Mahmud Sajib Bhuiyan inaugurated 12 major development projects in Rajshahi in a single day, marking a significant boost for the city’s infrastructure and public services.

রাজশাহীতে একদিনে ১২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে সার্কিট হাউজে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হয়েছে একদিনেই ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে। শনিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহী সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন।

উদ্বোধিত ১২টি প্রকল্পের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি করপোরেশন। বাকি প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালেই একদিনের সরকারি সফরে রাজশাহী আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউজ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন। তার এই সফরকে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু নগরীর সৌন্দর্য বৃদ্ধি হবে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।

No comments found