close

লাইক দিন পয়েন্ট জিতুন!

একদিকে বালু নিলাম, অন্যদিকে বালু জব্দ — বালুখেকোদের দৌরাত্ম্যে টালমাটাল সরই ইউনিয়ন..

Farhad Ahmad avatar   
Farhad Ahmad
****

একদিকে প্রশাসনের বালু নিলাম, অন্যদিকে অবৈধ বালু উত্তোলন— দুই ধারার এ বাস্তবতায় লামার সরই ইউনিয়নে চলছে এক অদ্ভুত লুকোচুরি খেলা। বালুখেকোরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন-রাত খনন করছে নদী ও খালের বালু, আর প্রশাসন কখনো নিলাম দিয়ে রাজস্ব আদায়ে ব্যস্ত, কখনো আবার জব্দ অভিযানে নামছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ২ লাখ ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। এ সময় শেলু মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা গেছে, এর আগে সরই ইউনিয়নের তিনটি পয়েন্টে সরকারিভাবে বালু নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু নিলামের আড়ালে থেকে স্থানীয় বালু ব্যবসায়ীরা ‘শুভংকরের ফাঁকি’ দিয়ে কয়েকগুণ বেশি বালু পাচার করছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন নিলাম থেকে রাজস্ব আদায়ে সন্তুষ্ট থাকলেও, প্রকৃতপক্ষে বালু মাফিয়াদের এই দৌরাত্ম্যে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে বালু উত্তোলনের কারণে সরই ইউনিয়নের অন্তত ৪০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীতীরবর্তী ফসলি জমি, ঘরবাড়ি, এমনকি কয়েকটি ব্রিজও এখন ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।

পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের উচিত শুধু নিলাম নয়, বরং টেকসই ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি নিশ্চিত করা। অন্যথায় এই অঞ্চলের নদী ও খালগুলো ধ্বংস হয়ে যাবে, যার ভয়াবহ প্রভাব পড়বে কৃষি ও জনজীবনে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কেউ ছাড় পাবে না।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator