close

লাইক দিন পয়েন্ট জিতুন!

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Admission to 11th grade for the 2025–26 academic year begins on July 30. After three application phases and final admission, classes will commence on September 15.

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ৩০ জুলাই থেকে। তিন ধাপে আবেদন গ্রহণ, মাইগ্রেশন ও ভর্তি শেষে ১৫ সেপ্টেম্বর শুরু হবে ক্লাস।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে ভর্তি নীতিমালা। এবারের ভর্তি কার্যক্রমেও তিনটি ধাপে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এ নীতিমালাটি ২৪ জুলাই, বৃহস্পতিবার প্রকাশিত হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস

নীতিমালার গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হলো:

প্রথম ধাপ (৩০ জুলাই–১১ আগস্ট):
এ ধাপে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন যাচাই-বাছাই এবং আপত্তি নিষ্পত্তি হবে ১২ আগস্ট।
১৩-১৪ আগস্ট ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য থাকবে আবেদন করার সুযোগ।
১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে এবং
২০ আগস্ট রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ২২ আগস্ট পর্যন্ত নিশ্চয়ন করতে পারবেন। যারা নিশ্চয়ন করবেন না, তাদের দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে হবে।

দ্বিতীয় ধাপ:
২৮ আগস্ট প্রকাশ হবে প্রথম মাইগ্রেশনের ফল ও একই দিনে রাত ৮টায় দ্বিতীয় ধাপের আবেদনকারীদের ফল।
২৯-৩০ আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে।

তৃতীয় ধাপ:
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে।
৩ সেপ্টেম্বর প্রকাশ হবে দ্বিতীয় মাইগ্রেশনতৃতীয় ধাপের ফল
৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নিশ্চয়ন করা যাবে। এ সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৫ সেপ্টেম্বর প্রকাশ হবে শেষ মাইগ্রেশনের ফল

চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর সময়:

ভর্তির তিন ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৭-১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে দেশের সকল কলেজে।

মুক্তিযোদ্ধা কোটা ও নীতিমালার বিশেষ দিক:

এবারও ৭% কোটা সংরক্ষিত থাকবে, যার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা কোটা
তবে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা এ সুবিধা পাবেন।
নাতি-নাতনিদের জন্য কোনো কোটার ব্যবস্থা নেই।
মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না থাকলে সেই আসন শূন্য রাখা যাবে না।
সেক্ষেত্রে সাধারণ মেধাতালিকার প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে
গত বছর এটি ছিল ১৫০ টাকা। অর্থাৎ এবার ফি বেড়েছে ৭০ টাকা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী আবেদন ও নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Inga kommentarer hittades