নাফিজ আহমেদঃ
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে একটি বড় সাইজের ইলিশ। এর ওজন ২ কেজি ৫০০ গ্রাম। আজ শনিবার মাছটি ১৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন এক অস্ট্রেলিয়া প্রবাসী।
এর আগে সকালের দিকে জেলের কাছ থেকে মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
তিনি জানান, স্থানীয় জেলে সিদ্দিক হলদারের জালে ধরা পড়ে ইলিশটি। পরে মাছটি প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন তিনি। পরবর্তী সময়ে ময়মনসিংহ জেলার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
সম্রাট শাহজাহান শেখ বলেন, ওই প্রবাসী আগেই শাহজাহানের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন বড় ইলিশ পাওয়া গেলে তাকে জানাতে। তাই তুলনামূলক বেশি দামে হলেও মাছটি তার কাছেই বিক্রি করা হয়।
পদ্মার বড় ইলিশের আলাদা কদর রয়েছে জানিয়ে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের এই ব্যবসায়ী বলেন, ‘প্রবাসীরা দেশের ইলিশের প্রতি অন্যরকম টান অনুভব করেন। তাই এ ধরনের মাছ সবসময়ই তুলনামূলক বেশি দামে বিক্রি হয়।’
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet