সোমবার অ্যানফিল্ডে দুটি ভিন্ন দল নিয়ে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছে লিভারপুল। প্রথম ম্যাচে ৪-২ ও দ্বিতীয় ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে লিভারপুল। লিভারপুলের তারকা দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার আকস্মিক মৃত্যু পর অ্যানফিল্ডে প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচের ২০ন্তম মিনিটে (জোতার জার্সি নম্বর স্মরণে) স্টেডিয়ামজুড়ে করতালির মাধ্যমে জোটাকে শ্রদ্ধা জানানো হয়।
দুটি ম্যাচের প্রথম ম্যাচটিতে তরুণ খেলোয়াড়দের পরখ করে দেখেন কোচ স্লট। যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে ১৬ বছর বয়সী রিও এনগুমোয়ো। ম্যাচে গোলের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যান ও গোল করাতেও বিশেষ অবদান রাখেন।
পরবর্তীতে বেন ডোক ও হার্ভি এলিয়ট গোল করে ম্যাচের ব্যবধান নিয়ে যান ৪-০ তে।। অ্যাথলেটিক বিলবাও দ্বিতীয়ার্ধে একটি সান্ত্বনার গোল পায় গোরকা গুরুজেতার হেডের মাধ্যমে। তবে দিনশেষে জয় পায় লিভারপুল। এরপর দ্বিতীয় ম্যাচে পুরোপুরি একাদশ বদলে ফেলেন লিভারপুল। শুরু থেকে তারা ছিলো আক্রমণাত্মক। ম্যাচের ১৪ মিনিটে হুগো একিতিকে দারণ এক পাস দিয়ে মোহাম্মদ সালাহকে গোল করাতে দারুণ ভূমিকা রাখেন। তবে প্রথমার্ধেই ওইহান সানসেট বিলবাও'র হয়ে সমতা ফেরান।দ্বিতীয়ার্ধে রায়ান গ্রেভেনবার্চের দূরপাল্লার শট ফিরিয়ে দেন বিলবাও গোলরক্ষক উনাই সিমন, তবে বল ছিটকে গেলে কোভি গাপকো সেতি জালে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেনি।
দুর্ভাগ্যবশত গাকপো নিজেই এক কর্নারে আত্মঘাতী গোল করে বসেন। কিন্তু সে ভুল দ্রুতই শোধ করেন তিনি। এক শক্তিশালী শট সিমনের হাত ফসকে জালে প্রবেশ করলে ৩-২ ব্যবধানে আবার এগিয়ে যায় লিভারপুল। শেষ মুহূর্তে সালাহ একটি পেনাল্টি মিস করলেও জয় হাতছাড়া হয়নি তাদের।