close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এক আর্জেন্টাইন বালকের জন্য মাদ্রিদ - পিএসজি যুদ্ধ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আর্জেন্টিনার বিস্ময়কর বালক ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো - ইতিমধ্যে ফুটবল বিশ্বে বেশ পরিচয় লাভ করেছে।..

১৬ বছর বয়সেই অভিষেক, আর ১৭ বছর বয়সেই রিভারপ্লেটের মতো বিখ্যাত ক্লাবের মূল একাদশে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন। এই বালক'কে দলে নিতে আগ্রহ প্রকাশ করে বেশ কয়েকটি ক্লাব। তার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলো সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী দল পিএসজি। কিন্তু হঠাৎ করেই হাজির রিয়াল মাদ্রিদ। তাকে নিতে রীতিমতো একে অপরের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে এই দুই ইউরোপিয়ান সুপার জায়ান্ট।


পিএসজির আগেও রিয়াল মাদ্রিদ তার জন্য আগ্রহ প্রকাশ করে। তবে, হঠাৎ এ নিয়ে আলোচনায় না থাকায় পিএসজি ও তাকে টানতে কাজ বেশ ভালো মতো শুরু করে। চুক্তির পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল এই মৌসুমে ট্রেবল জয়ী ফরসিরা। ক্লাব বিশ্বকাপের আগেই এই আর্জেন্টাইনকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে লস ব্লাঙ্কোরা।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মাস্তানতুয়োনোর বর্তমান ক্লাব রিভারপ্লেটের সঙ্গে দর কষাকষি করতে রিয়াল মাদ্রিদের প্রতিনিধি এরই মধ্যে বুয়েন্স এইরেসে পৌঁছেছেন।

অন্যদিকে ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক, রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ মাস্তানতুয়োনো  তার ক্লাব রিভারপ্লেটের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে। আর এই আর্জেন্টাইনের স্বপ্নও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। ফলে পিএসজি এখনও চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত রিয়ালের কাছে যদিও হার ও মানতে হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মাস্তানতুয়োনো রিভারপ্লেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৬ বছর পাঁচ মাস ২৫দিন বয়সে প্রথম গোল করেছিলেন তিনি। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে তাকে ডেকেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। 

لم يتم العثور على تعليقات


News Card Generator