ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মফস্বল শহরের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখছে এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতা হোক কিংবা প্রযুক্তি বিষয়ক অন্য কোনো আয়োজন—প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছে এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সম্প্রতি আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এ্যাপোলোর শিক্ষার্থীরা। এ আনন্দঘন মুহূর্তে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ.আর.এম. শামসুর রহমান এক বার্তায় বলেন,
“এ্যাপোলো'র ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো যখন বড় পরিসরে সাফল্য বয়ে আনে তখন সত্যিই ভালো লাগে এই ভেবে যে, ‘তাহলে পরিশ্রম বৃথা যায় নি!’ আনন্দ মোহন কলেজ মফস্বল শহরের কোন অখ্যাত কলেজ নয়, আমাদের কাছে এ অঞ্চলের 'অক্সফোর্ড'! এ্যাপোলো'র সহজ সরল গ্রাম্য ছেলেরাই যখন আমাদেরই অতীত অনুপ্রেরণায় সেই 'অক্সফোর্ড' বা অন্য কোনখানে বিতর্কে বা ভিন্ন কোন বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে তখন নিজেদের করা কাজগুলো নিজেদের কাছে অন্ততঃ মুক্তোদানা হিসেবে বিবেচিত হয়! আমরা তোমাদের জন্য গর্বিত।”
অধ্যক্ষের এই বক্তব্যে যেমন আছে আত্মতৃপ্তি, তেমনি শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা ও উৎসাহও প্রকাশ পেয়েছে।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই মফস্বলের তরুণদের কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। অধ্যক্ষ শামসুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও স্বপ্ন গড়ার পথ সুগম হয়ে উঠেছে।
শুধু একাডেমিক শিক্ষা নয়, বিতর্ক, প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা সহ নানাবিধ সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে এ্যাপোলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সফল এই যাত্রায় প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টারই ফসল এই অর্জন-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
অধ্যক্ষের বার্তা যেন এক নতুন অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য। এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের এমন সাফল্য যেন আরও বিস্তৃত হয়-এটাই প্রত্যাশা সবার।