close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় : নাহিদ ইসলাম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ আর আগের মতো সহ্য করবে না। এবারের আন্দোলন হবে চূড়ান্ত—আর কেউ রেহাই পাবে না! নীলফামারী থেকে দিলেন কড়া বার্তা।..

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২ জুলাই) নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে এক জোরালো বার্তা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "মানুষ এবার রাজপথে নামলে কাউকে আর ক্ষমা করা হবে না। এবার প্রতিশোধ হবে ইতিহাসের সামনে দাঁড়িয়ে।

নাহিদ ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আজ সত্যিকারের পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন ধরে তারা নিপীড়ন, দুর্নীতি ও মিথ্যা আশ্বাসের বলি হয়েছে। কিন্তু এখন সময় এসেছে হিসাব নেয়ার। তিনি বলেন, "যদি অভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তাহলে মানুষ নিজেই সেই পরিবর্তন আনবে রাজপথে নেমে। আর তখন কাউকে আর রেহাই দেওয়া হবে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, এনসিপির অফিসে দফায় দফায় হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, "জুলাই মাসের পদযাত্রাকে ঘিরেই এসব হামলা সংগঠিত হয়েছে। এর পেছনে রয়েছে সেই পুরনো চক্র, যারা চায় না সংস্কার সফল হোক।

তিনি আরও বলেন, "অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন এখন সীমা ছাড়িয়ে গেছে। তারা গোপনে দেশে অবস্থান করছে এবং সুযোগ পেলেই আঘাত হানছে।" এই বক্তব্যে সরাসরি ইঙ্গিত রয়েছে ক্ষমতাসীন দলের কিছু অংশের দিকে, যারা এনসিপির চলমান পদযাত্রা ও সংস্কার অভিযানে আতঙ্কিত বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে আরও বলেন, "আজকে কেউ কেউ নেতৃত্বে পরিবর্তন এনে দেখাতে চাচ্ছে যে কিছু বদলেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পুরনো কাঠামোই টিকিয়ে রাখা হয়েছে।" তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি শুধুই নিজেদের স্বার্থে ক্ষমতার পালাবদল চায়, কিন্তু জনগণের স্বার্থের কথা ভাবে না।

"সংস্কারকাজ যারা পিছিয়ে দিতে চায়, তারাই এসব হামলা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। তারা চায় না দেশের রাজনীতিতে নতুন ধারা গড়ে উঠুক," বলেন নাহিদ ইসলাম।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে এনসিপি। বৃহস্পতিবার দিনব্যাপী নীলফামারী জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সেখানে সাধারণ মানুষের সাড়াও মিলেছে উল্লেখযোগ্য হারে। গণজমায়েতের মধ্যেই নাহিদ ইসলাম দিয়েছেন এই দৃঢ় ও স্পষ্ট বার্তা।

তিনি আরও জানান, "আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি মনে করে, আমাদের দমিয়ে রাখা যাবে, তাহলে ভুল করবে। কারণ এবারের আন্দোলন হবে জনগণের হাতে, এবং সেটা কোনোভাবেই থামানো যাবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাহিদ ইসলামের এই বক্তব্য শুধু এনসিপির শক্তি প্রদর্শনের বার্তাই নয়, বরং একটি বড় ধরনের রাজনৈতিক সংঘাতের পূর্বাভাসও হতে পারে। সরকারের প্রতি এই হুঁশিয়ারি এবং ‘ক্ষমা নয়, প্রতিশোধ’— এই শব্দগুলো দেশের চলমান পরিস্থিতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়।

পরিবর্তনের এই ডাক কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে। তবে স্পষ্টতই বলা যায়— রাজপথ আবার উত্তপ্ত হতে যাচ্ছে।

Hiçbir yorum bulunamadı