close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এবার কোরবানির জন্য প্রস্তুত ৮ লাখ ৬১ হাজার গবাদিপশু

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আট লাখ ৬১ হাজার গবাদিপশু। খামারিরা জানিয়েছেন, বাইরে থেকে গরু আনতে হবে না।

স্টেরয়েডমুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনে সবধরণের সহযোগিতার কথা জান..

চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আট লাখ ৬১ হাজার গবাদিপশু। খামারিরা জানিয়েছেন, বাইরে থেকে গরু আনতে হবে না।

স্টেরয়েডমুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনে সবধরণের সহযোগিতার কথা জানিয়েছেন প্রণিসম্পদ কর্মকর্তা।

 

ঈদ সামনে রেখে চট্টগ্রামে চলছে পশু বেচাকেনার নানা প্রস্তুতি। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় বলছে, এবার কোরবানির পশুর চাহিদা ৮ লাখ ৯৬ হাজার।

বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত আট লাখ ৬০ হাজার গবাদি পশু। ঘাটতি ৩৫ হাজার পূরণ হয় অন্য জেলা থেকে। এখন খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা খামারিদের।

খামারিদের সব ধরনের সহযোগিতা দেয়ায় দিন দিন রোগমুক্ত পশু উৎপাদন বাড়ছে বলে মনে করেন প্রণিসম্পদ কর্মকর্তা।

এদিকে, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আলমগীর  বলছেন,  স্টেরয়েডমুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদন করে লাভবান হচ্ছেন সচেতন খামারিরা।

চট্টগ্রামে ছোট-বড় পশুর খামার আছে ১২ হাজার। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ে পশু লালন-পালন করছেন অনেকে।

Nenhum comentário encontrado