close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এবার ঈদের দীর্ঘ ছুটিতে দেবহাটায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে বিশেষ সেবা প্রদান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
এ বছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

এ বছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ।

দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক রওশন আরা জামানের তত্ত¡াবধানে পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ পারুলিয়া ইউনিয়ন ও নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।

দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে।


হঠাৎ আবার নতুন করোনা সংক্রামক দেখা দেওয়ায় সকলকে মাস্ক ব্যবহার করার পরামর্শ ও সামাজিক দূরত্ব বজায় রেখেই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো থেকে ৮ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, ১৭ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান ও ৩৮জন সাধারণ রোগী, ০৪ জন কিশোর- কিশোরীকে সেবা প্রদান করা হয়, ইনজেকশন সহ ২ জনকে খাবার বড়ি বিতরণ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হয়।

Tidak ada komentar yang ditemukan