close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দুষ্ট আছিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

সনাতন ধর্মালম্বিদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুপচাঁচিয়ায় আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে মন্দিরে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ। আজ ১৬ই আগস্ট শনিবার সকালে  দুপচাঁচিয়া কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার শুরু আগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বসাক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিন হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক,শোভা এনজিও নিবার্হী পরিচালক আনোরুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বসাকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় শতশত ধর্মপ্রাণ হিন্দু নরনারী সমাগম ঘটে।

Nema komentara