close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান, জব্দ নৌকা..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।..

 

 

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন ও কিছু পাইপ, জব্দ করা হয়েছে।

মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার ভোর নাগাদ উপজেলার  গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজাওয়ানুল কবীর। 

অভিযানে  সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু   উত্তোলন করে আসছে।এমন সংবাদে সেখানে  আইন- শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে  অভিযান চালায়।  এসময় গাঁওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু, তিনটি বালু তোলার মেশিন, পাইপ ও নোঙর  পাওয়া যায়। পরে এসব জব্দ করা হয়। তখন অভিযান টের পেয়ে নৌকায থাকা লোকজন পালিয়ে যান। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি। 

 

 

Không có bình luận nào được tìm thấy