close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে মাদক সেবনের সময় হাতেনাতে আটক, কারাদণ্ড-জরিমানা..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।..

 

বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজ বাসায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

জানা যায়, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ বুধবার বিকেলেও সে তার নিজ গ্রাম বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো। পরে সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, ওই যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে এবং তিনি দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

 

Geen reacties gevonden


News Card Generator