রবিবার বিকেলে সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর মাঠে ফারংপাড়া ব্রাদার্স ক্লাব আয়োজিত এ খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রমিত সাংমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সাহেব আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক বাদল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা তুতু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীব, ফারংপাড়া ব্রাদার্স ক্লাবের সভাপতি মফিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নয়ন মিয়া, কোষাধ্যক্ষ দিলোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভবানীপুর বি টিম ও ফান্দা টিম ৷ নির্ধারিত সময়ে ফান্দা টিম ২-০ গোলে ভবানীপুর বি টিম কে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে যুবসমাজ ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। খেলাধুলার মাধ্যমে মাদককে না বলতে হবে এজন্য এ টুর্নামেন্টের আয়োজন।