close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।..

শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজীম শাইনকে

আহ্বায়ক,সদ্য বিদায়ী সহ সভাপতি মামুন রণবীরকে সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক  ইয়াসিন মিয়াকে সদস্য মনোনীত করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী  সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজেশ গৌড়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ সভাপতি মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা,  কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনানুর রহমান, সদস্য ওয়ালী হাসান তালুকদার এবং  সদস্য সৈকত সরকার।

নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator