কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশমার(ভূমি) তৌহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারিন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন ৩হাজার ৪’শ ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পৃথক পৃথক ভাবে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।



















