close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কন্তি বসাক এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, সফল আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রকল্পধারী ১০জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মাঝে ১০লাখ ৫০হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। সভার পূর্বে শপথবাক্য পাঠ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোফাজ্জল হোসেন খন্দকার, ক্যাশিয়ার আক্তারুজ্জামান সহ যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden