close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ  ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার দুপচাঁচিয়া সদর ও চামরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে গতকাল ১২ই আগস্ট মঙ্গলবার অভিযান চালিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৫ এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৮ এর আওতায় মোবাইল কোর্ট/অভিযান 
পরিচালনা করা হয়। এ সময় ৪টি বাধা জাল/শ্রোতি জাল আটক সহ স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং ৫টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৭৫,০০০/- (পাঁচাত্তর হাজার) টাকা। পরে আটককৃত জালগুলো উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদে উপস্থিত জনতার সামনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। 
এ মোবাইল কোট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান। এ সময় তিনি বলেন, 
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Комментариев нет