close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ায় প্রবাসী ভাইয়ের টাকা আত্মসাতের অভিযোগে বোনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।..

LATIF MORAL avatar   
LATIF MORAL
খুলনার ডুমুরিয়ায় বোনের বিরুদ্ধে প্রবাসে কর্মরত ভাই'র প্রেরিত রেমিটেন্স'র অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভাই সাইফুজ্জামান সরদার প্রতিকার চেয়ে বোনের বিরুদ্ধে সংবাদ স..


খুলনার ডুমুরিয়ায় বোনের বিরুদ্ধে প্রবাসে কর্মরত ভাই'র প্রেরিত রেমিটেন্স'র টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 
এঘটনায় ভূক্তভোগী প্রবাসী ভাই সাইফুজ্জামান সরদার সোমবার (২১জুলাই) সকালে শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মোঃ সাইফুজ্জামান সরদার জানান, জীবিকা নির্বাহের জন্য তিনি  দীর্ঘ ১৪ বছর প্রবাসে চাকুরী করে আসছিলেন। সেখানে থাকা কালীন সময় তিনি তার আপন বোন মোছাঃ সাবিনা ইসলামের ব্যাংক একাউন্টে বেতন-ভাতা বাবদ  বিভিন্ন সময়ে প্রাপ্ত ৪১লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা প্রেরণ করেন।
গত ৭ই মে’২৫ তারিখে সাইফুজ্জামান  ঈদের ছুটিতে বাড়িতে এসে তার পাঠানো টাকার হিসাব চাহিতে গেলে বোন বিভিন্নভাবে তালবাহানা করেন। এমনকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইফুজ্জামানসহ তার স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার হুমকীসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেয়া হয়। সাইফুজ্জামান সরদার উপজেলার গুটুদিয়া গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে। অর্থের লোভে বোনের কু-পরামর্শে সমুদয় টাকা আত্মসাতের চেষ্টা করছে গোটা পরিবার।
সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি আরো বলেন, বোন মোছাঃ সাবিনা ইসলামের শ্বশুরবাড়ি যশোর জেলার মনিরামপুরের গোয়ারপাড়া গ্রামে। প্রবাসে থাকাকালীন ৩ কিস্তিতে জনতা ও আল-আরাফা
 ইসলামি ব্যাংক পিএলসি বাকড়া, ঝিকোরগাছা শাখার মাধ্যমে ৩৫ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা বোনের একাউন্টে এবং দেশে এক আত্মীয়ের নিকট পাওয়া নগদ ৬ লাখ টাকা জমা দেন। দীর্ঘ প্রবাস জীবনে উপার্জিত অর্থ আত্মসাত করায় চরম আর্থিক ও মানষিক দুরবস্থায় পেড়েছেন তিনি। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের নিকট আইনগত সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে মোছাঃ সাবিনা ইসলাম জানান, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগে সাইফুজ্জামান সংবাদ সম্মেলন করেছে। বিদেশ থেকে একাউন্টে যে টাকা এসেছিলো সব টাকা দেয়া হয়েছে। উপরোন্ত সাইফুজ্জামানকে বিদেশে যাওয়ার সময় ৭লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়। যেটা এখনো সে ফেরত দেয়নি।
সংবাদ সম্মেলনের সময় সাইফুজ্জামানের চাচাতো ভাই মোঃ জাহিদুর রহমান সরদার উপস্থিত ছিলেন।

نظری یافت نشد