close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে দেনার দায়ে আত্মহত্যা শিক্ষকের।..

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে অবশেষে জীবন গেলো প্রধান শিক্ষক গনেশ মন্ডলের (৫৫)। কোটি টাকার দেনার বোঝা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অনলাইন প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন শিক্ষক গনেশ মন্ডল। খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তিনি দুই ছেলে-মেয়ের জনক ছিলেন।

 

গত দুই বছর  বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন তিনি। এর সাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্থ হয়ে পড়ে।

 

তার স্ত্রী ছন্দা মন্ডল বলেন, ‘সবসময় টেনশন করতেন। শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দিবে সবাইকে বলেছিলো। কিন্তু বেপরোয়া চাপ দিয়েছে তাকে।’

 

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে মৃত্যুর খবর শুনে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু, গাজী আব্দুস সালাম, আঃ বারী গোলদার, মাহামুদুর রহমান গোলদার, আব্দুর রশিদ জব্বার, বিশ্বজিৎ রায়, পঙ্কজ তরফদার, শর্মীলা ঢালী, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাসসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী তাকে দেখতে গেছেন। প্রধান শিক্ষক গনেশ মন্ডলের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।

Nessun commento trovato