খুলনার ডুমুরিয়ায় ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিনার দুপুরে বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, (এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (কলেজ ও প্রশাসন উইং)
প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, উপ পরিচালক মোঃ কামরুজ্জামান। এসময়ে বক্তব্যদেন শহীদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, বান্দা কলেজ অধ্যক্ষ সৌমেন মন্ডল, বানিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যাঃ মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মধুগ্রাম আলিয়া মাদ্রাসা সুপার মাওঃ মহিববুর রহমান, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, ভারপ্রাপ্ত সুপার ও সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্হিত ছিলেন।শেষে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ডুমুরিয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান..


לא נמצאו הערות